ঝালকাঠি জেলার রাজাপুরের গালুয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস ও কেন্দ্রীয় যুবলীগ সদস্য অ্যাডভোকেট গোলাম কিবরিয়া সুমনের গালুয়ার গ্রামের বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে।
এ ঘটনায় গৃহকর্তা আব্দুল কুদ্দুস, তার স্ত্রী তাসলিমা বেগম ও তার ছেলে সানাউল্লাহ রুম্মান আহত হয়েছেন। তারা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
শনিবার রাতের এ ঘটনায় থানায় অভিযোগ করা হয়েছে। আব্দুল কুদ্দুস বলেন, জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষ হেলাল, আব্দুস সালেক, জনি, আবদুর রব ও আমানসহ একটি দল তাদের বাড়িতে হামলা চালায়। হামলকারীরা বাড়ির সীমানা প্রাচীর-আসবাপত্র ভাঙচুর, স্বর্ণালঙ্কার ও টাকাসহ মালপত্র লুট করে।
পুলিশ জানায়, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। অভিযুক্তদের মতামত পাওয়া যায়নি।
বিডি-প্রতিদিন/ ই-জাহান