খুলনা মহানগরীর শিরোমণি এলাকা থেকে রবিবার দিবাগত রাতে অপহৃত তিন মাদ্রাসা ছাত্রকে উদ্ধার করেছে পুলিশ। তাদেরকে জিম্মি করে পরিবারের কাছে মোবাইলে মুক্তিপণ দাবি করা হয়েছিল। মোবাইল ট্র্যাকিংয়ের মাধ্যমে অপহৃত ওই ছাত্রদের উদ্ধার করা হয়।
উদ্ধারকৃতরা হচ্ছে-ঢাকা কেরানিগঞ্জ কেন্দ্রীয় কারাগার মাদ্রাসার ছাত্র রহমতউল্লাহ (১৬), সোনাডাঙ্গা খালাসী মাদ্রাসার ছাত্র মোজ্জাম্মেল হক (১৬) ও খুলনা দারুল উলুম মাদ্রাসার ছাত্র ফোরকান উদ্দিন (১৫)।
খানজাহান আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম জানান, রবিবার দুপুরে ওই তিন ছাত্র শিরোমনি আটরা শ্রীনাথ স্কুলের পাশে সবুজপল্লী এলাকায় ঘুরতে যায়। এসময় তাদেরকে স্থানীয় কয়েকজন বখাটে যুবক জিম্মি করে নগদ টাকা ও দু’টি মোবাইল ছিনিয়ে নেয়।
পরে বখাটেরা ওই ছাত্রদের পরিবারের কাছে মুক্তিপণ হিসেবে টাকা দাবি করে। সোনাডাঙ্গা খালাসী মাদ্রাসার ছাত্র মোজ্জাম্মেল হকের পরিবারকে মোবাইলে এ খবর শুনে বিকাশের মাধ্যমে বখাটেদের তিন হাজার টাকা পাঠান। কিন্তু জিম্মিকারীরা আরো ২০ হাজার টাকা দাবি করে। ঘটনাটি জানাজানি হলে পুলিশ দ্রুত মোবাইল ট্র্যাকিংয়ের মাধ্যমে ওই তিন ছাত্রকে উদ্ধার করে। এসময় ঘটনাস্থল থেকে জিম্মিকারী গিলাতলা বিহারী কলোনীর বখাটে যুবক নিরব (২০), একই এলাকার ওসমান গণি (১৮) ও রায়হান শেখ (১৮)কে পুলিশ গ্রেফতার করে। তাদের বিরুদ্ধে থানায় মামলার প্রস্তুতি চলছে।
বিডি-প্রতিদিন/ ই-জাহান