দিনাজপুরের খানসামায় পুকুরের পানিতে ডুবে রায়হান ইসলাম নামে দেড় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার বিকাল সাড়ে ৪টার দিকে খানসামা উপজেলার আঙ্গারপাড়া ইউপির পাকেরহাট গ্রামের ফুলশাহ পাড়ায় এ ঘটনা ঘটে।
নিহত শিশু রায়হান ইসলাম খানসামা উপজেলার পাকেরহাট গ্রামের ফুলশাহ পাড়ার খয়রুজ্জামানের একমাত্র ছেলে। সে তার মায়ের সাথে নানার বাড়িতে থাকতো বলে জানা গেছে।
স্থানীয়রা জানায়, মঙ্গলবার সকাল ১১টার দিকে শিশু রায়হান ইসলামের খালা শিশুটিকে দেখতে না পেয়ে খুঁজতে থাকে। এক পর্যায়ে পার্শ্ববর্তী একটি পুকুরে শিশুটিকে ভাসতে দেখে এলাকাবাসী খবর দিলে তাকে উদ্ধার করে। পরে খানসামার পাকেরহাট স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গিলে কর্তব্যরত চিকিৎসক ডা. আব্দুল আউয়াল শিশুটির মৃত্যুর বিষয় নিশ্চিত করেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার