নাটোরের সর্বত্র মোবাইলে চলছে জমজমাট লুডু জুয়া। এতে করে বিপথগামী হচ্ছে ছাত্র ও যুবসমাজসহ নানা পেশর মানুষ। কম সময়ে মোবাইলে লুডু জুয়া জনপ্রিয়তা লাভ করেছে। জেলার প্রত্যন্ত গ্রাম থেকে শুরু করে শহর অঞ্চলে এ জুয়ার ভয়াবহ বিস্তার ঘটেছে। যা কোন ভাবেই নিয়ন্ত্রণ করা যাচ্ছে না।
খোঁজ নিয়ে জানা যায়, নাটোর জেলার বিভিন্ন হাট-বাজারে ছোট-বড় দোকানে, খেলার মাঠে, স্কুল মাঠে বা ক্লাব ঘরে জমজমাট ভাবে চলছে লুডু জুয়া। জমজমাট এই লুডু জুয়ায় ছাত্র ও যুব সমাজ নষ্টের পথে যাচ্ছে বলে মনে করছেন সচেতন নাগরিকরা। তারা যুব সমাজ বিপথগামীতা রোধে দ্রুত এসব জুয়া বন্ধের আহবান জানান।
আমরা নাটোরবাসীর সভাপতি মন্জুর মোর্শেদ বলেন, মোবাইল জুয়া বন্ধে জনসচেতনা বাড়াতে হবে। সবাই যার যার জায়গা থেকে এটার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে।
নাটোরের বিশিস্ট সমাজবেক খান মামুন বলেন, জেলায় মোবাইলে লুডু খেলার নামে জুয়া খেলা চলে। এটা বন্ধে প্রশাসনের সহযোগিতা জরুরি।
এ ব্যাপারে গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম রেজা জানান, জুয়া খেলা অপরাধ। মোবাইল জুয়ারুদের শনাক্ত করা কঠিন। সচেতনতা বাড়াতে হবে,অবিভাবকদের নজরদারির প্রয়োজন। এটা বন্ধে তথ্য দিয়ে প্রশাসনকে সহায়তার আহবান জানান তিনি।
বিডি প্রতিদিন/এ মজুমদার