ময়মনসিংহের গফরগাওয়ের পাগলা থানা এলাকায় সৎ ছেলের হাতে মা রেতা বেগম (৪২) খুন হয়েছে। আজ সোমবার সকালে দত্তের বাজার ইউনিয়নের দ্বিপ পাগলা গ্রামে এ ঘটনা ঘটে। ইতিমধ্যে পুলিশ ঘাতক ছেলে রইস উদ্দিনকে (৩০) আটক করেছে।
পাগলা থানার ওসি মোখলেচুর রহমান আকন্দ জানান, আজ সকালে ছেলে রইস উদ্দিন সৎ মার কাছে ভাত চাইলে মা ভাত দিতে অস্বীকৃতি জানায়। এতে ক্ষুদ্ধ হয়ে ছেলে রইস উদ্দিন মা রেতা বেগমকে পিছন থেকে বটি দিয়ে কোপ দেয়। এতে ঘটনাস্থলেই রিতা বেগমের মৃত্যু হয়। পরে পুলিশ স্থানীয়দের সহায়তায় রইস উদ্দিনকে আটক করে। পুলিশ রিতা বেগমের লাশ উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।
এ বিষয়ে পাগলা থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান ওসি।
বিডি প্রতিদিন/এ মজুমদার