'সবুজে বাঁচি সবুজ বাঁচাই, নগর-প্রাণ প্রকৃতি সাজাই, অপ্রতিরোধ্য দেশের অগ্রযাত্রা’ এ স্লোগানে চুয়াডাঙ্গায় ৫ দিনব্যাপী বৃক্ষ মেলা শুরু হয়েছে। আজ সোমবার সকালে বন বিভাগ ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে চুয়াডাঙ্গা শিল্পকলা চত্বরে বৃক্ষ মেলা শুরু হয়েছে।
বৃক্ষ মেলা উপলক্ষে সকালে জেলা প্রশাসকের কার্যালয় থেকে র্যালি বের হয়ে শহর ঘুরে শিল্পকলা চত্বরে গিয়ে শেষ হয়। পরে শিল্পকলা চত্বরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক নাঈম আস্ সাকীবের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো. কলিমুল্লাহ, বিভাগীয় বন কর্মকর্তা আসলাম মজুমদার প্রমুখ।
মেলায় সরকারি প্রতিষ্ঠান ও নার্সারির প্রায় ১৫টি স্টল রয়েছে। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত মেলা চলবে।
বিডি প্রতিদিন/এ মজুমদার