দিনাজপুরের কাহারোলে বৃষ্টির সময় ফসলের জমিতে কাজ করার সময় বজ্রপাতে দিপু রায় নামে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত দিপু রায় (২৩) দিনাজপুরের কাহারোল উপজেলার হাটিয়ারী গ্রামের নয়ন চন্দ্র রায়ের ছেলে। আজ সকালে দিনাজপুরের কাহারোল উপজেলায় তাড়গাঁও ইউনিয়নের হাটিয়ারী গ্রামে বজ্রপাতের এ ঘটনা ঘটেছে।
এ ঘটনায় তাৎক্ষণিক নিহত দিপু রায়ের বাবা নয়ন চন্দ্র রায়কে জেলা প্রশাসকের পক্ষ থেকে ২৫ হাজার টাকা প্রদান করেছেন কাহারোল নির্বাহী অফিসার মো. নাসিম আহমেদ। এসময় উপস্থিত ছিলেন তাড়গাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম প্রমুখ।
তাড়গাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম এর সত্যতা নিশ্চিত করে জানান, আজ সোমবার সকালে দিপু রায় ফসলের জমিতে পানি দিচ্ছিল। এসময় বৃষ্টি হলে বজ্রপাতে সে মারা যায়। পরে তার পরিবারকে তাৎক্ষণিক ২৫ হাজার টাকা প্রদান করেন কাহারোল নির্বাহী অফিসার মো. নাসিম আহমেদ।
বিডি প্রতিদিন/এ মজুমদার