‘অপ্রতিরোধ্য দেশের অগ্রযাত্রা, ফলের পুষ্টি যোগাবে নতুন মাত্রা’- শীর্ষক শ্লোগানে সাতক্ষীরার কলারোয়ায় তিন দিনব্যাপী ফলজ ও বৃক্ষ মেলার উদ্বোধন করা হয়েছে। সোমবার বেলা ১১টার দিকে উপজেলা ফলদ বৃক্ষ মেলা বাস্তবায়ন কমিটি ও কৃষি সম্প্রসারণ অধিদফতরের আয়োজনে এ মেলার উদ্বোধন করা হয়।
এ লক্ষ্যে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালি বের হয়ে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা অডিটোরিয়ামে এসে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনিরা পারভীনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মুস্তফা লুৎফুল্লাহ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন, ভাইস চেয়ারম্যান আলহাজ আরাফাত হোসেন ও সেলিনা আনোয়ার ময়ন এবং কলারোয়া সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর আবু নসর।
আলোচনা সভা শেষে ফিতা কেটে তিন দিনব্যাপী বৃক্ষ মেলার উদ্ধোধন করেন সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মুস্তফা লুৎফুল্লাহ। এবারের মেলায় বিভিন্ন প্রজাতির ফলদ গাছের সমাহারে ১৬টি স্টল স্থান পেয়েছে।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মহাসীন আলী। অনুষ্টানটি পরিচালনা করেন উপ- সহকারী কৃষি কর্মকর্তা আলহাজ আবুল হাসান।
বিডি প্রতিদিন/এনায়েত করিম