বগুড়ার শেরপুর পৌরসভার ২০১৮-১৯ অর্থবছরে প্রায় ২৬ কোটি টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। সোমবার বেলা ১২টায় শেরপুর পৌরসভার সভাকক্ষে আয়োজিত বাজেট অধিবেশনে পৌরসভার মেয়র আলহাজ মো. আব্দুস সাত্তার ২৫ কোটি ৭৭ লাখ ২০ হাজার টাকার এই বাজেট ঘোষণা করেন।
পরে বাজেট নিয়ে উন্মুক্ত আলোচনাসভা অনুষ্ঠিত হয়। এতে সাপ্তাহিক আজকের শেরপুর পত্রিকার সম্পাদক আলহাজ মুনসী সাইফুল বারী ডাবলু, শেরপুর পৌরসভার প্যানেল মেয়র নাজমুল আলম খোকন, পৌরসভার কাউন্সিলর সাংবাদিক নিমাই ঘোষ, রেজাউল করিম সিপ্লব, ফিরোজ আহমেদ জুয়েল, রেজাউল করিম সিপ্লব, মুকুল হোসেন, জাহিদুর রহমান টুলু, সৌমেন্দ্র নাথ ঠাকুর শ্যাম, জাকারিয়া মাসুদ, ফরিদা পারভীন, আঞ্জুয়ারা বেগম ও লায়লা আঞ্জুমান লিলি প্রমুখ বক্তব্য রাখেন।
এবারের বাজেটে পৌরসভার নানামুখি উন্নয়নসহ নাগরিক সেবার মান বাড়ানোর জন্য বিশেষ পরিকল্পনা রাখা হয়েছে। তবে বাজেটে নতুন করে কোন কর বৃদ্ধি করা হয়নি। বাজেটে নিজস্বখাত ও সরকারি অনুদান থেকে রাজস্ব আয় হিসেবে ৫ কোটি ৭৫ লাখ ২০ হাজার টাকা, উন্নয়ন সহায়তা মঞ্জুরি ২ কোটি ৫০ লাখ, মিউনিসিপ্যাল গভার্নেস প্রকল্প (এমজিএসপি) থেকে ১০ কোটি ৫২ লাখ টাকা, পানি সরবরাহ, ড্রেনেজ ও বর্জ্য ব্যবস্থাপনা থেকে ২কোটি, জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ড থেকে ৫ কোটি টাকা আয় ধরা হয়েছে।
অপরদিকে, ওইসব নানামুখি উন্নয়ন কর্মসূচির জন্য উক্ত পরিমাণ টাকা বাজেটে ব্যয় ধরা হয়েছে।
বিডি প্রতিদিন/এনায়েত করিম