বগুড়ার ধুনট উপজেলায় পৃথক অভিযান চালিয়ে ইয়াবা ও গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন ধুনট উপজেলার চিকাশী ইউনিয়নের গজারিয়া গ্রামের আব্দুস সামাদের ছেলে সাহানুর রহমান খোকন (২৯), মথুরাপুর ইউনিয়নের ধেরুয়াহাটি গ্রামের মৃত হাবিবুর রহমানের ছেলে মতিউর রহমান (২২) ও একই গ্রামের মৃত মেহের বকসের ছেলে সাবেক ইউপি সদস্য জামাল উদ্দিন (৬০)।
বগুড়ার ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) খান মো: এরফান জানান, রবিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একাধিক মাদক মামলার আসামি সাহানুর রহমানকে ১৫ পিস ইয়াবাসহ গজারিয়া গ্রাম থেকে গ্রেফতার করা হয়েছে।
তিনি আরও বোলেণ, এছাড়া একই রাতে পৃথক অভিযান চালিয়ে ধেরুয়াহাটি গ্রাম থেকে ১০০ গ্রাম গাঁজা সহ মতিউর রহমান ও জামাল উদ্দিনকে গ্রেফতার করা হয়েছে। এঘটনায় থানায় পৃথক মামলা দায়েরের পর সোমবার দুপুরে তাদেরকে কারাগারে প্রেরণ করা হয়েছে।
বিডি প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত তাফসীর