যশোরের বেনাপোল সীমান্তে কামাল হাওলাদার (৪১) নামে এক যাত্রীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার (৩০জুলাই) সন্ধ্যায় বেনাপোল চেকপোষ্ট প্যাসেঞ্জার টার্মিনালের সামনে তাকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ১ লাখ ৩০ হাজার থাইল্যান্ড বাথ ও ৮ হাজার ৯শ ৯০ ভারতীয় রুপি উদ্ধার করা হয়।
আটক কামাল হাওলাদার ঝালকাঠি সদর উপজেলার হাজরাগাতি গ্রামের আমির আলী হাওলাদারের ছেলে।
৪৯ বর্ডার গার্ড ব্যাটালিয়নের বেনাপোল চেকপোস্ট আইসিপি ক্যাম্পের সুবেদার আবুল কাশেম বলেন, বৈদেশিক মুদ্রাসহ আটক কামালকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।
বিডি প্রতিদিন/হিমেল