নওগাঁর রাণীনগরে বিদ্যুৎপৃষ্ট হয়ে মেহেরুল ইসলাম (৩২) নামে থানা পুলিশের এক কনস্টেবলের (কম্পিউটার অপারেটর) এর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার সকাল ১০টার দিকে বিদ্যুৎপৃষ্ট হয়ে তার মৃত্যু হয়। মেহেরুল ইসলাম বগুড়া জেলার গাবতলী উপজেলার নিচকাকড়া গ্রামের হাবিবুর রহমানের ছেলে ও রাণীনগর থানা পুলিশের কনস্টেবলের (কম্পিউটার অপারেটর)।
রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএসএম সিদ্দিকুর রহমান কনস্টেবল মেহেরুল ইসলামের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন