নেত্রকোনা সদরের বড়ওয়ারী এলাকায় লরির ধাক্কায় ফজলু (৬০) নামে এক সিএনজি যাত্রী নিহত হয়েছেন। আজ সকালে এ দুর্ঘটনা ঘটে। নিহত ফজলু দুর্গাপুর উপজেলার নোয়াপাড়া গ্রামের মৃত হাছেন আলীর ছেলে।
নেত্রকোনা মডেল থানার ওসি মো. বোরহান উদ্দিন জানান, নেত্রকোনা শহর থেকে সিএনজিযোগে ফজলু মিয়া দুর্গাপুর যাচ্ছিলেন। বড়ওয়ারী পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি লড়ি সিএনজিটিকে ধাক্কা দেয়। এতে সিএনজি থেকে সড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান ফজলু মিয়া।
লরিটি স্থানীয়রা আটক করতে পারলেও চালক পালিয়ে যায় বলে পুলিশ জানায়।
বিডি প্রতিদিন/এ মজুমদার