খুলনার দৌলতপুরে ট্রান্সপোর্ট ব্যবসায়ী শেখ আনোয়ার হোসেনের (৪২) লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে দেয়ানা পাখির মোড় এলাকায় বাড়ির পাশে পুকুরে ওই ব্যবসায়ীর লাশ ভেসে ওঠে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করে।
এর আগে সোমবার রাত ১১টার দিকে তিনি বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেননি। মৃত ব্যবসায়ী আনোয়ার হোসেন ওই এলাকার জালাল হোসেনের ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, প্রতিরাতে খাবারের পর তিনি বাড়ি থেকে হাঁটতে বের হতেন। সোমবার রাতে বাড়ি থেকে বের হওয়ার পর রাতে তিনি আর ফিরে আসেননি। আজ বেলা সাড়ে ১১টার দিকে বাড়ির সামনের পুকুরে তার লাশ ভেসে ওঠে।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মোস্তাক আহমেদ জানান, লাশের গায়ে কোন আঘাতের চিহ্ন নেই। শুধুমাত্র পেটের কাছে লালচে দাগ আছে। ওই ব্যবসায়ীর ব্যবহৃত মোবাইল পুকুর থেকে উদ্ধার হয়েছে।
ওসি বলেন, ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
বিডি প্রতিদিন/এ মজুমদার