নোয়াখালীতে গণহিস্টিরিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া স্কুলছাত্রীদের অবস্থা এখনো অপরিবর্তিত রয়েছে। তবে তারা এখন শঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসকরা।
সোমবার দুপুরের পর থেকে আজ মঙ্গলবার দুপুর পর্যন্ত ছনগাঁও বালিকা উচ্চ বিদ্যালয়ের ২১ ছাত্রী হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় স্কুল বন্ধ ঘোষনা করেছে কর্তৃপক্ষ।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক সফিনাজ বেগম জানান, সোমবার দুপুরের দিকে পাঠদান ক্লাসে চলাকালে ৮ম শ্রেণীর দুই ছাত্রী হঠাৎ অচেতন হয়ে পড়ে। বিদ্যালয়ে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদেরকে বাড়িতে পাঠিয়ে দেয়া হয়। বিদ্যালয় ছুটির পর বাড়ি ফেরার পথে আরো ৫ ছাত্রী অচেতন হড়ে।
তিনি আরও বলেন, অভিভাবকরা তাদেরকে উপজেলা স্বাস্থ্যকমপেক্সে ভর্তি করেন। বাড়ি ফেরারর পর আরো কয়েকজন ছাত্রী অসুস্থ হয়ে পড়ে। মঙ্গলবার সকাল পর্যন্ত ২১ ছাত্রীকে ২৫০ শয্যার নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়।
হাসপাতালের মেডিসিন বিভাগের সহকারী রেজিস্টার স্বপন দাস জানন, অসুস্থ ছাত্রীরা গণহিস্টিরিয়ায় আক্রান্ত হয়েছে। সাধারণত দুর্বলতা বা অন্য কোন কারণে একজন অসুস্থতা দেখে অন্যরা এভাবে অসুস্থ হয়ে পড়ে। অসুস্থ ছাত্রীদেরকে প্রয়োজনীয় চিকিৎসা দেয়া হচ্ছে। তবে, পুরোপুরি সুস্থ্য হয়ে উঠতে তাদের আরো অন্তত দুইদিন সময় লাগতে পারে।
বিডি প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত তাফসীর