গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি রাকিব হোসেন তুষার হত্যাকাণ্ডের বিচারিক কার্যক্রম দ্রুত নিস্পত্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা ছাত্রলীগ। দীর্ঘ ১৪ বছরেও এ হত্যাকাণ্ডের বিচারিক কার্যক্রম শেষ হয়নি।
আজ মঙ্গলবার সাবেক ছাত্রলীগ নেতা হত্যাকাণ্ডের বিচারের দাবিতে জেলা ছাত্রলীগ সরকারি বঙ্গবন্ধু কলেজ ক্যাম্পাস থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি জেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় চৌরঙ্গীতে গিয়ে শেষ হয়।
উল্লেখ্য, ২০০৪ সালের ৩১ জুলাই বাস চলাচল নিয়ে আওয়ামী লীগ ও বিএনপি সমর্থিত মালিক শ্রমিক ও পুলিশের মধ্যে ত্রিমুথী সংঘর্ষ হয়। সে সময় পুলিশের গুলিতে রাকিব হোসেন তুষার নিহত হন। এ ঘটনায় তৎকালীন ওসি আইয়ুবসহ বিএনপির ৪৭ নেতা কর্মীর নামে একটি হত্যা মামলা দায়ের করা হলেও এখন পর্যন্ত মামলার বিচারিক কার্যক্রম শেষ হয়নি।
বিক্ষোভ মিছিল শেষে স্থানীয় চৌরঙ্গী মোড় এলাকায় জেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল হামিদের সভাপতিত্বে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান, জেলা যুবলীগ সাধারণ সম্পাদক এম.বি সাইফ, জেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক, সাংগঠনিক সম্পাদক শরীফুল ইসলাম মুন্না, সদর উপজেলা ছাত্রলীগ সভাপতি শরীফুল ইসলাম সিকদার, সাধারণ সম্পাদক মোল্যা রনি হোসেন কালু, সরকারী বঙ্গবন্ধু কলেজ শাখা ছাত্রলীগ সভাপতি এস.এম দ্বীন ইসলাম, সাধারণ সম্পাদক মোল্যা নিউটন প্রমুখ বক্তব্য রাখেন।
এসময় বক্তারা নিহত রাকিব হোসেন তুষার হত্যাকান্ডের বিচারিক কার্যক্রম দ্রুত নিস্পত্তির দাবি জানান।
বিডি প্রতিদিন/এ মজুমদার