ময়মনসিংহ মহানগর যুবলীগের সদস্য আজাদ শেখকে (৩৩) কুপিয়ে ও গলা কেটে হত্যা করেছে প্রতিপক্ষরা। মঙ্গলবার দুপুর তিনটার দিকে নগরীর আকুয়া এলকায় এ ঘটনা ঘটে।
পুলিশ বলছে, ওই এলাকার নাজির বাড়ি মসজিদের পাশ থেকে ক্ষত-বিক্ষত দেহ উদ্ধার করে পুলিশ। পরে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কোতোয়ালী মডেল থানার ওসি মাহমুদুল ইসলাম জানান, মঙ্গলবার সকাল থেকে আকুয়া মড়লপাড়া এলাকায় আজাদ শেখ ও ফরিদ শেখের মধ্যে থেমে থেমে সংঘর্ষ ও গোলাগুলি চলছিল। এক পর্যায়ে আজাদ শেখকে তুলে নিয়ে যায় প্রতিপক্ষরা। পরে দুপুরে তাকে গুলিবিদ্ধ ও গলা কাটা অবস্থায় স্থানীয় নাজির বাড়ি এলাকার একটি মসজিদের পাশ থেকে তার লাশ উদ্ধার করা হয়।
এদিকে, ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাড. মোয়াজ্জেম হোসেনের দাবি, পুলিশের সামনেই সন্ত্রাসীরা মহানগর যুবলীগ সদস্য আজাদ শেখকে কুপিয়ে এবং গলা কেটে হত্যা করা হয়েছে। পুলিশ তখন নীরব দর্শকের ভূমিকায় ছিল।
বিডি-প্রতিদিন/৩১ জুলাই, ২০১৮/মাহবুব