শেরপুরের শ্রীবরদীতে গাছ চাপায় শাকিব (১৫) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। আজ দুপুর দেড়টার দিকে উপজেলার সদর ইউনিয়নের কুড়িপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। শাকিব ওই গ্রামের জনৈক ইমান রশিদের ছেলে।
স্থানীয়রা জানায়, আজ দুপুরে শাকিব নিজের বাড়ির পাশে গাছ কাটতে যায়। এসময় কাটা শাকিবের উপর পড়লে সে গুরুতর আহত হয়। পড়ে আশপাশের লোকজন তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত ডাক্তার শাকিবকে মৃত ঘোষণা করেন।
বিডি প্রতিদিন/৩১ জুলাই ২০১৮/হিমেল