মাদারীপুর সদর উপজেলার কালিকাপুরে আসামি ধরতে গিয়ে সন্ত্রাসীদের হামলায় সদর মডেল থানার এসআই অনিমেশ বিশ্বাস ও এএসআই মহাশিন আলম আহত হয়েছেন। মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটে। এ ব্যাপারে থানায় একটি মামলা দায়ের হয়েছে। হামলাকারীদের নেতা শাহেব মাতুব্বরকে (৪৫) ধারালো অস্ত্রসহ আটক করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কালিকাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এজাজুর রহমান আকনের উপর হামলার ঘটনায় দায়ের করা মামলার আসামি ধরার জন্য সদর মডেল থানার এসআই শ্যামলেন্দু ঘোষের নেতৃত্বে সদর উপজেলার কালিকাপুরের চেয়ারম্যান বাজার এলাকায় যায় পুলিশের একটি দল। বাজারে পুলিশের উপস্থিতি টের পেয়ে স্থানীয় সন্ত্রাসী ও একাধিক মামলার আসামি শাহেব মাতুব্বরের নেতৃত্বে দাদন মাতুব্বর, কেবল খা, ইরাদ মাতুব্বর, সামির মাতুব্বর, আকাশ খা, চুন্নু মাতুব্বর, মুরাদ মাতুব্বর, জরুল মাতুব্বর, রোকা মাতুব্বর, কালু মাতুব্বরসহ ১৫/২০ জনের একটি দল দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে পুলিশের উপর অতর্কিত হামলা চালায়। হামলায় পুলিশের এসআই অনিমেশ বিশ্বাস ও এএসআই মহাশিন আলম ধারালো অস্ত্রের আঘাতে আহত হয়েছে। আহত পুলিশ কর্মকর্তারা মাদারীপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ ব্যাপারে মাদারীপুর সদর মডেল থানায় একটি মামলা দায়ের হয়েছে। হামলাকারীদের নেতা শাহেব মাতুব্বরকে (৪৫) ধারালো অস্ত্রসহ গ্রেফতার করেছে পুলিশ।
উল্লেখ্য, গত ১২ জুলাই সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও কালকাপুর ইউপি চেয়ারম্যান এজাজুর রহমান আকন কালিকাপুর এলাকায় একটি জানাজার নামাজে অংশ নিয়ে বাড়ি ফিরছিলেন। ফেরার পথে কালিকাপুর উচ্চ বিদ্যালয়ের সামনে আসলে সন্ত্রাসীরা তার পথরোধ করে কিছু বুঝে ওঠার আগেই হাতুড়িপেটা শুরু করে। সন্ত্রাসীরা তার মাথায় ও হাতে মারাত্বকভাবে আঘাত করে। এতে তিনি গুরুতর আহত হন। ঢাকায় দীর্ঘদিন চিকিৎসা নেন।
মাদারীপুর সদর মডেল থানার ওসি মো. কামরুল হাসান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, থানার দুই জন এসআই এর নেতৃত্বে পুলিশের একটি টিম কালিকাপুর চেয়ারম্যান বাজার এলাকায় আসামি ধরতে গেলে তাদের উপর দেশীয় অস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায় একদল সন্ত্রাসীরা। হামলায় দুই পুলিশ কর্মকর্তা আহত হয়েছে। এ ব্যাপারে থানায় একটি মামলা হয়েছে। প্রধান হামলাকারীকে অস্ত্রসহ গ্রেফতার করা হয়েছে।
বিডি প্রতিদিন/৩১ জুলাই ২০১৮/হিমেল