গোসল করতে গিয়ে দিনাজপুরের বীরগঞ্জে বালিয়া নামক শাখা নদীর পানিতে ডুবে সুশীল রায় নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। নিহত সুশীল রায় (৫৫) দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের মাহানপুর মন্ডলপাড়া গ্রামের মৃত সুর্যকান্ত রায়ের ছেলে।
আজ মঙ্গলবার বিকেল ৪টার দিকে বীরগঞ্জের মোহাম্মদপুর ইউনিয়নের মাহানপুর মন্ডলপাড়া গ্রামের বালিয়া নামক শাখা নদী হতে মৃতদেহ উদ্ধার করে।
বীরগঞ্জ থানার এসআই নরেন চন্দ্র রায় জানান, আজ মঙ্গলবার দুপুর ১২টায় বাড়ীর পার্শ্বে নিজ জমির বীজতলা হতে আমন ধানের চারা তুলতে যান বীরগঞ্জের মোহাম্মদপুর ইউনিয়নের মাহানপুর মন্ডলপাড়া গ্রামের সুশীল রায়। চারা তোলা শেষে জমির খুব কাছ দিয়ে বয়ে যাওয়া বালিয়া নামক শাখা নদীতে গোসল করতে নামে। গোসলের এক পর্যায়ে তিনি পানিতে তলিয়ে গিয়ে মৃত্যু হয়। পরে পরিবারের লোকজন খুজতে গিয়ে নদীতে ভাসতে দেখে পুলিশকে সংবাদ দেয়। সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ লাশ উদ্ধার করে।
বীরগঞ্জ থানার ওসি সাকিলা পারভিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ব্যাপারে বীরগঞ্জ থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার