দুর্নীতি দমন কমিশনার এএফএম আমিনুল ইসলাম বলেছেন, দেশের সার্বিক উন্নয়নে প্রধান প্রতিবন্ধকতা হল দুর্নীতি। দুর্নীতি প্রতিরোধ করতে পারলে দেশের উন্নয়ন টেকসই হবে এবং নাগরিকরা আরো উন্নত সেবা ভোগ করতে পারবে। তাছাড়া দুর্নীতি প্রতিরোধ করা দুর্নীতি দমন কমিশনের একার পক্ষে সম্ভব নয়। জনগণকে স্বোচ্চার হতে হবে।
“জনতাই শক্তি, রুখবে দুর্নীতি”-এই শ্লোগানকে সামনে রেখে মঙ্গলবার শিশু একাডেমি মিলনায়তনে দুর্নীতি প্রতিরোধে গণশুনানী অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। দুর্নীতি দমন কমিশন ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি দিনাজপুর এর আয়োজনে ও জেলা প্রশাসনের সহযোগিতায় এ গণশুনানী অনুষ্ঠিত হয়।
এসময় তিনি আরো বলেন, দেশকে সোনার বাংলায় গড়তে এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন পূরণ করতে দুর্নীতি বন্ধ করতে হবে আমাদের। স্কুলের ছাত্র-ছাত্রীদের মাঝে দুর্নীতি প্রতিরোধের জন্য আমরা ২৩ হাজার স্কুলে সততা সংঘ সৃষ্টি করেছি। আসুন আমাদের উপর অর্পিত দায়িত্ব সৎ ভাবে পালন করি এবং দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ি।
জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি দিনাজপুরের সহ-সভাপতি অধ্যক্ষ হাবিবুল ইসলাম এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন দুর্নীতি দমন কমিশন (প্রতিরোধ) মো. মনিরুজ্জামান, জেলা প্রশাসক ড. আবু নঈম মুহাম্মদ আবদুছ ছবুর, অতিরিক্ত পুলিশ সুপার মাহাফুজ্জামান আশরাফ, জেলা পরিষদের চেয়ারম্যান আজিজুল ইমাম চৌধুরী ও নির্বাহী প্রধান আবু তাহের মাসুদ রানা।
স্বাগত বক্তব্য রাখেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম। শুভেচ্ছা বক্তব্য রাখেন দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয় দিনাজপুরের উপ-পরিচালক মো. বেনজীর আহম্মদ।
দ্বিতীয় পর্বে গণশুনানী অনুষ্ঠান পরিচালনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. মাহাবুবুর রহমান। গণশুনানীতে ৭০টি অভিযোগ আসে। তার মধ্যে ৪৮টির গণশুনানী হয়।
দুর্নীতি প্রতিরোধ ও জনগণের সেবাপ্রাপ্তি নিশ্চিতকরণের লক্ষে গণশুনানীতে দিনাজপুরের বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়াও উপস্থিত ছিলেন স্থানীয় মুক্তিযোদ্ধা, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দ, সুশিল সমাজের প্রতিনিধি এবং সর্বস্তরের জনগণ।
বিডি প্রতিদিন/৩১ জুলাই ২০১৮/হিমেল