মাগুরার শীর্ষ মাদক কারবারি মিরাজ শেখ ও তার স্ত্রীকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ৮৪ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
মাগুরা সদর থানার এস, আই আলমঙ্গীর হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে আজ মঙ্গলবার সন্ধ্যায় মাগুরা স্টেডিয়াম পাড়া এলাকায় একটি বাসায় অভিযান চালিয়ে শীর্ষ মাদক ব্যাবসায়ী মিরাজ শেখ (২৮) এবং তার স্ত্রী ববি খাতুনকে ৮৪ পিস ইয়াবাসহ আটক করা হয়েছে।
আটকৃতরা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা ও সেবনের সাথে জড়িত ছিলেন। চলমান মাদক বিরোধী অভিযানে গা ঢাকা দিলেও সম্প্রতি ফিরে এসে শহরের বিভিন্ন এলাকায় বাসা ভাড়া নিয়ে গোপনে ব্যাবসা পরিচালনা করে আসছিল।
আটকৃতদের বিরুদ্ধে মাগুরা সদর থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে। মিরাজের নামে ১৭টি ও তার স্ত্রী ববির নামে ২টি করে মাদক মামলা রয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার