রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী এএইচএম খায়রুজ্জামান লিটন বিপুল ভোটে মেয়র নির্বাচিত হওয়ায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ হয়েছে নাটোরে।
নির্বাচনের ফলাফল প্রকাশ হওয়ার পর নাটোরের গুরুদাসপুর উপজেলার ধারাবারিষা গ্রামে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সভাপতি ও নাটোর-৪ আসনের মনোনয়ন প্রত্যাশী আহম্মদ আলী মোল্লার সমর্থকরা আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণের আয়োজন করেন। এ সময় স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/৩১ জুলাই ২০১৮/হিমেল