সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর বলেছেন, বিএনপি-জামায়াত অপপ্রচার চালিয়েছিল আওয়ামী লীগ ক্ষমতায় আসলে দেশে মসজিদ-মাদ্রাসা বন্ধ হয়ে যাবে। হিন্দুদের দেশ তৈরি হবে, কিন্তু হয়েছে উল্টোটা। মসজিদ মাদ্রাসা যেমন বেড়েছে, মন্দিরের সংখ্যাও তেমন বেড়েছে। অতীতের যে কোনো সময়ের চেয়ে অনেক বেশি উন্নয়ন হয়েছে মসজিদ-মাদ্রাসায়। মুসলিম হিন্দুসহ সব ধর্মের মানুষ মিলেমিশে বসবাস করছেন।
মঙ্গলবার বিকেলে নীলফামারী জেলা শিল্পকলা অডিটোরিয়ামে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ২৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, দশ বছর আগের বাংলাদেশ আর এখনকার বাংলাদেশ এক নয়। গ্রামের রাস্তাও হয়েছে পাকা, পৌঁছেছে বাড়ি বাড়ি বিদ্যুৎ। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের কারণেই বাংলাদেশ আজ উন্নয়নশীল দেশের স্বীকৃতি পেয়েছে। ২০২১ সালের মধ্যে মধ্যম আয়ের এবং ২০৪১ সালের মধ্যে উন্নত দেশে পরিণত করার জন্য কাজ করছেন তিনি। নিশ্চয় সেটা করতে পারবেন তিনি।
সমাবেশে বিশেষ অতিথি হিসেবে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মমতাজুল হক, সাংগঠনিক সম্পাদক হাফিজুর রশিদ মঞ্জু, সদর উপজেলা সভাপতি আবুজার রহমান বক্তব্য দেন। নীলফামারী জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কামরুজ্জামান কামরুলের সভাপতিতে স্বাগত বক্তব্য দেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক দীপক চক্রবর্তি।
প্রধান অতিথির বক্তব্যে আসাদুজ্জামান নুর নেতা কর্মীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, যাকেই মনোনয়ন দেওয়া হোক না কেন তার হয়েই কাজ করতে হবে। কারণ ব্যক্তি নয়, প্রতীকের হয়ে কাজ করতে হবে সবাইকে।
তিনি বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ বৃহৎ একটি দল। স্বভাবতই মনোনয়ন চাওয়ার বিষয়টি অনেকেরই থাকতে পারে। এক্ষেত্রে ব্যক্তি স্বার্থের চেয়ে দলের স্বার্থকে বড় করে দেখতে হবে আমাদের।
সমাবেশের আগে বণার্ঢ্য শোভাযাত্রা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণ থেকে শুরু করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় সেখানে ফিরে সমাবেশে মিলিত হয়।
বিডি-প্রতিদিন/৩১ জুলাই, ২০১৮/মাহবুব