মাগুরায় ৮৪ পিস ইয়াবা ট্যাবলেট মিরাজ শেখ নামের এক ব্যক্তি ও তার স্ত্রীকে আটক করেছে পুলিশ। পুলিশের দাবি, মিরাজ মাগুরার শীর্ষ মাদক ব্যবসায়ী।
মঙ্গলবার সন্ধায় মাগুরা স্টেডিয়াম পাড়া এলাকায় একটি বাসা থেকে আটক করা হয় বলে জানান মাগুরা সদর থানার এসআই আলমগীর হোসেন।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সন্ধায় মাগুরা স্টেডিয়াম পাড়া এলাকায় একটি বাসায় অভিযান চালিয়ে মিরাজ শেখ (২৮) ও তার স্ত্রী ববি খাতুনকে ৮৪ পিস ইয়াবাসহ আটক করা হয়। আটকৃতরা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা ও সেবনের সাথে জড়িত। চলমান মাদক বিরোধী অভিযানে গা ঢাকা দিলেও সম্প্রতি ফিরে এসে শহরের বিভিন্ন এলাকায় বাসা ভাড়া নিয়ে গোপনে ব্যাবসা পরিচালনা করে আসছিলো।
আটকৃতদের বিরুদ্ধে মাগুরা সদর থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে। ইতিপূর্বে মিরাজের নামে ১৭টি ও তার স্ত্রী ববির নামে ২টি করে মাদকের মামলা রয়েছে বলেও জানান এসআই আলমগীর।
বিডি-প্রতিদিন/৩১ জুলাই, ২০১৮/মাহবুব