নাটোরের বড়াইগ্রাম উপজেলার মহিষভাঙ্গা এলাকায় র্যাবের সাথে বন্দুকযুদ্ধে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছে।
র্যাব-৫ সিপিসি-২ নাটোর ক্যাম্পের সূত্রে জানা যায়, মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১১টায় জেলার বড়াইগ্রাম উপজেলার মহিষভাঙ্গা এলাকায় টহলরত র্যাব সদস্যদের সাথে মাদক ব্যবসায়ীর গুলি বিনিময়কালে এক মাদক ব্যবসায়ী নিহত হয়।
ঘটনাস্থল থেকে মাদক, অস্ত্র ও গুলি উদ্ধার করেছে র্যাব। তবে এখনো পর্যন্ত ওই মাদক ব্যবসায়ীর নাম পরিচয় জানা যায়নি।
বিডি-প্রতিদিন/ ই-জাহান