ফরিদপুরে প্রতিবন্ধীদের কর্মস্থানের সুযোগ সৃষ্টি বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বক্তরা বলেন, প্রতিবন্ধীদের সমাজের এগিয়ে নেওয়া জন্য শুধু সরকার নয়, ব্যবসায়ীদেরও এগিয়ে আসতে হবে, তবেই এরা সমাজে আর পিছিয়ে থাকবে না।
আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টার ফরিদপুর চেম্বার অব কমার্স মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সেন্টার ফর সার্ভিসেস এন্ড ইনফরমেশন অন ডিজিঅ্যাবিলিটি’র (সিএসআইডি) আয়োজনে মতবিনিময় সভায় ফরিদপুর চেম্বার অব কমার্সের পরিচালকবৃন্দ অংশ নেন।
সিএসআইডির হেড অফ প্রোগ্রাম ইফতেখার আহমেদের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, ফরিদপুর চেম্বারের সিনিয়র সহ-সভাপতি মো. সিদ্দিকুর রহমান। তিনি বলেন, বর্তমান সরকার দেশের প্রতিবন্ধীদের উন্নয়নরে জন্য বিভিন্ন ধরনে কাজ করছেন। এছাড়াও স্থানীয় সরকার মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেনের চেষ্টা ফরিদপুরের প্রতিবন্ধীদের সমাজে এগিয়ে নেওয়ার জন্য বেশ কয়েকটি প্রকল্প গ্রহণ করেছেন।
তিনি বলেন, সমাজের পিছিয়ে পড়া এসকল মানুষের জন্য শুধু সরকার নয়, বড় বড় ব্যবসায়ীদের আন্তরিকতার সঙ্গে এগিয়ে আসতে হবে, তবেই প্রতিবন্ধীরা পিছিয়ে থাকবে না।
সভায় আরো বক্তব্য রাখেন, ফরিদপুর চেম্বারের সাবেক সভাপতি আওলাত হোসেন বাবর, প্রতিবন্ধীদের পক্ষে সহিদ মোল্ল্যা, নিহার সুলতানা পপি, প্রকল্প সমন্বয়কারী মো. আক্তার হোসেন প্রমুখ ।
সভায় উপস্থিত ছিলেন চেম্বারের পরিচালক সাহেব সারোয়ার, সামচুল আলম, মো. মনির হোসেন, প্রেসক্লাবে সহ-সভাপতি কামরুজ্জামান সোহেল, সাংবাদিক পান্না বালা প্রমুখ। সভার শুরুতেই (সিএসআইডির) প্রতিবন্ধীদের নিয়ে বিভিন্ন কর্মকান্ডের পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করা হয়।
বিডি প্রতিদিন/এ মজুমদার