নারায়ণগঞ্জের বন্দর উপজেলার কদমতলীতে দুই গ্রুপ মাদক ব্যবসায়ীর মধ্যে সোমবার মধ্যরাতে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এসময় রুবেল নামে এক মাদক ব্যবসায়ীকে ধরে গণপিটুনিতে দেয়া হয়। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে রাত ৩টায় তার মৃত্যু হয়। এ ঘটনায় পুলিশ ৬ জনকে আটক করেছে।নিহত রুবেল বন্দর কাইতাখালি কদমতলী এলাকার মৃত. গোলাম আজগর আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কদমতলী এলাকায় জিসান ও সনেট নামে দুই গ্রুপ মাদক ব্যবসায়ীর মধ্যে মাদকের পাওনা নিয়ে বিরোধ চলে আসছিল। সেই বিরোধের জের ধরে সোমবার মধ্যরাত দেড়টায় কদমতলী এলাকায় দুই গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। ওই সময় জিসান গ্রুপের রুবেলকে ধরে গণপিটুনি দেয় সনেট ও তার লোকজন। তখন আশপাশের লোকজন ছুটে আসলে রুবেলকে ছেড়ে দিয়ে সনেট তার লোকজন নিয়ে চলে যায়। পরে স্থানীয়রা রুবেলকে হাসপাতালে নিয়ে যায়।
বন্দর থানার ওসি একেএম শাহীন মন্ডল জানান, খবর পেয়ে পুলিশ সনেট, হৃদয়সহ ৬ জনকে আটক করেছে। ঘটনাটি তদন্ত চলছে এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে লাশের ময়না তদন্ত করা হচ্ছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার