কুমিল্লার দেবিদ্বারে ট্রাকের ধাক্কায় গাফ্ফার হোসেন রাজু (১৪) নামে অষ্টম শ্রেণির এক স্কুলছাত্র নিহত হয়েছে। মঙ্গলবার দুপুরে কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের দেবিদ্বার পৌর এলাকার বারেরা গ্রামে ওই দুর্ঘটনা ঘটে। পরে বিকাল ৫টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
রাজু দেবিদ্বার পৌর এলাকা বারেরা গ্রামের প্রবাসী মো. গিয়াস উদ্দিনের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ দুপুরে দেবিদ্বার রেয়াজ উদ্দিন সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র গাফ্ফার হোসেন রাজু তার ছোট ভাই ও বারেরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র বায়েজিদকে খাবার দিয়ে বাসায় ফিরছিলো। দেবিদ্বার পৌর সভার বারেরা এলাকায় রড কোম্পানির (চট্ট-মেট্রো- ট ১১-১৫১৬) একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ওই স্কুলছাত্রকে ধাক্কা দিয়ে পাশের একটি দোকানে উঠে যায়। স্থানীয়রা গাফ্ফারকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে বিকাল ৫টার দিকে তার মৃত্যু হয়।
এ ব্যাপারে দেবীদ্বার থানার এসআই মো. রবিউল ইসলাম জানান, ট্রাকসহ হেলপার আরিফুল হককে আটক করা হয়েছে।
বিডি প্রতিদিন/২৮ আগষ্ট ২০১৮/হিমেল