বরিশালের উজিরপুর উপজেলার জল্লা ইউনিয়নে দুস্থদের জন্য ঈদের বিশেষ বরাদ্দের ৮ বস্তা ভিজিএফ চাল আত্মসাত করে পাচারের সময় ডিলারকে আটক করেছেন স্থানীয়রা। মঙ্গলবার দুপুরে এই ঘটনা ঘটে। এ সময় সরকারি চাল পাচারের অভিযোগে ডিলার প্রতীম বিশ্বাসকে আটক করে স্থানীয়রা।
স্থানীয়রা জানায়, জল্লা ইউনিয়নের দুস্থদের জন্য ঈদ উপলক্ষে বিশেষ ভিজিএফ চাল বিতরণের জন্য সরকারিভাবে বরাদ্দ দেওয়া হয়। ঈদের আগে নামমাত্র চাল বিতরণ করে প্রায় ৪৬ বস্তা চাল ওই ইউনিয়নের চেয়ারম্যান বিশ্বজিত হালদার নান্টু আত্মসাতের জন্য নিজস্ব গোডাউনে রেখে দেয়। পরে ওই চাল চেয়ারম্যানের ঘনিষ্টজন হিসেবে পরিচিত স্থানীয় চাল ডিলার প্রতীম বিশ্বাসের কাছে চেয়ারম্যান গোপনে বিক্রি করে দেয় বলে অভিযোগ স্থানীয়দের। পরবর্তীতে সুযোগ বুঝে ওই চাল থেকে ৭/৮ বস্তা করে চাল রাতের আঁধারে সরিয়ে ফেলা হয়।
মঙ্গলবার ইজিবাইকযোগে ৮ বস্তা চাল পাঁচারের খবর পেয়ে স্থানীয়রা কারফা বাজারে প্রতীম বিশ্বাসকে চালসহ আটক করেন। পরবর্তীতে বিষয়টি উপজেলা প্রশাসনকে অবহিত করা হয়।
উজিরপুর উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) রূম্পা সিকদার বলেন, সরকারি চাল আত্মসাত করে পাঁচারের খবর পেয়ে ঘটনাস্থলে তাৎক্ষনিক পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনা তদন্ত করে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
উজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিশির কুমার পাল জানান, সরকারি চাল আত্মসাত কিংবা পাঁচারের বিষয়টি উপজেলা প্রশাসনের ব্যাপার। এ ব্যাপারে তারা পদক্ষেপ নেবেন।
বিডি প্রতিদিন/এনায়েত করিম