মানিকগঞ্জে ধর্ষণ মামলায় আইয়ুব আলী নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি তাকে লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৮ আগস্ট) মানিকগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক জেলা ও দায়রা জজ মোহাম্মদ আলী হোসাইন আসামির অনুপস্থিতিতে এ রায় দেন।
আইযুব আলী ঘিওর উপজেলার বৈকন্ঠপুর গ্রামের সালেম আলীর ছেলে।
নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) একেএম নুরুল হুদা রুবেল জানান, ২০০৯ সালের ৩০ অক্টোবর সন্ধ্যায় বিয়ের প্রলোভন দেখিয়ে গৃহপরিচারিকাকে ধর্ষণ করে আইয়ুব আলী। এক পর্যায়ে ওই গৃহপরিচারিকা অন্তঃসত্ত্বা হয়ে পড়লে বিষয়টি জানাজানি হয়ে যায়। এ নিয়ে গ্রামে একাধিকবার সালিশও হয়েছে। সালিশে উপস্থিত সবাই ওই গৃহপরিচারিকাকে বিয়ে করার কথা বলেও রাজি হয়নি আইয়ুব আলী। পরে বাধ্য হয়ে ২০১০ সালের ৭ এপ্রিল ভিকটিম বাদি হয়ে ঘিওর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। মামলায় দীর্ঘ শুনানি শেষে আজ আইয়ুব আলী বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ার এ রায় দেন আদালত।
বিডি প্রতিদিন/২৮ আগষ্ট ২০১৮/হিমেল