ঠাকুরগাঁওয়ে সুশাসন প্রকল্পের আওতায় খাদ্য নিরাপত্তা বিষয়ে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে দেবীপুর ইউনিয়ন ফেডারেশনের উদ্যোগে ফেডারেশন চত্তরে এ গণশুনানি অনুষ্ঠিত হয়।
গ্রামীণ গর্ভবতী মহিলাদের দারিদ্রতা হতে উত্তরণে সহায়তা দান কর্মসূচি 'মাতৃকালীন ভাতা’ এর উপর খাদ্য নিরাপত্তায় সুশাসন প্রকল্পের আওতায় ফেডারেশন চত্তরে একটি গণশুনানি অনুষ্ঠিত হয় বলে জানান সংশ্লিষ্টরা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপিস্থত ছিলেন দেবীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, ইউপি প্যানেল চেয়ারম্যান
সহিমদ্দীন আহমেদ, আরডিআরএস বাংলাদেশ ঠাকুরগাঁও ইউনিটের কর্মসূচি ব্যবস্থাপক (মাঠ সমন্বয়) ও খাদ্য নিরাপত্তায় সুশাসন প্রকল্পের
প্রকল্প ব্যবস্থাপক জিয়াউল ইসলাম, ইউপি সদস্য এবং মাতৃকালীন ভাতাসহ অন্যান্য সামাজিক নিরাপত্তার কার্ড গ্রহণকারী শতাধিক দরিদ্র পরিবারের অভিভাবকরা।
এসময় সুবিধাভুগীদের মধ্যে শতভাগ মানুষ জানান, তালিকাভুক্তির ক্ষেত্রে ইউনিয়ন পরিষদের নির্ধারিত কমিটি সঠিকভাবে দায়িত্ব পরিচালনা করেন না, আর শতকরা ৩৮ জন সুবিধা মনে করেন কর্মসূচি থেকে প্রাপ্ত সুবিধাসমূহ পর্যাপ্ত নয়। ৮৮ শতাংশ সুবিধাভোগী কোনো প্রকার আয়বৃদ্ধিমূলক প্রশিক্ষণ পাননি। খাদ্য বিতরণ পরিদর্শন করা হয় না।
এছাড়া শতকরা ৭৫ জন সুবিধাভোগী মনে করেন তালিকাভুক্তির পূর্বে বাড়ি পরিদর্শন করা হয় নাই। বাংলাদেশের পল্লী এলাকায় বসবাসরত অনেক মানুষই এখনও দরিদ্র অবস্থার মধ্যে বসবাস করেন। এদের মধ্যে মহিলাদের অবস্থা আরও শোচনীয়, বিশেষ করে দরিদ্র গর্ভবতী মায়েদের অবস্থা। পল্লী এলাকার গর্ভবতী এসব দরিদ্র মায়েদের অসহায়ত্বের কথা বিবেচনা করে এবং তাদের দুঃখ দুর্দশা লাঘব করার উদ্দেশ্যে বাংলাদেশ সরকার একটি কর্মসূচি গ্রহণ করেন।
বিডি প্রতিদিন/এনায়েত করিম