তথ্য প্রতিমন্ত্রী এডভোকেট তারানা হালিম বলেছেন, আজকে আমরা যে সাফল্যের ভিত্তির উপর দাঁড়িয়ে আছি, তার প্রতিটি স্তম্ভ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নিজ হাতে রোপণ করে গেছেন। আমরা বঙ্গবন্ধুর কাছে ঋণী। আমরা তার ঋণ শোধ করতে পারিনি। তার ঋণ তারাই শোধ করেছেন, যারা ৭১ এ বঙ্গবন্ধুর ডাকে সারা দিয়ে জীবন বাজি রেখে মুক্তিযুদ্ধ করে এ দেশ স্বাধীন করেছেন। আমাদেরও ঋণ শোধ করতে হবে, এ জন্য তার কন্যা শেখ হাসিনাকে বারবার দেশ সেবার সুযোগ দিতে হবে। তা না হলে আমাদের দেশের উন্নয়নের চাকা আবার পেছন দিকে ঘুরতে শুরু করবে।
মঙ্গলবার বিকেলে টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার লাউহাটি বাজারে তথ্য মন্ত্রণালয়ের গণ যোগাযোগ অধিদপ্তর ও জেলা তথ্য অফিসের যৌথ আয়োজনে গ্রামীণ জনগোষ্ঠীর উন্নয়নে প্রচার কার্যক্রম শক্তিশালীকরণ প্রকল্পের আওতায় অনুষ্ঠিত মহিলা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
তথ্য প্রতিমন্ত্রী আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের উন্নয়নে কাজ করে যাচ্ছেন। শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে পরিণত হয়েছে। নিজেদের টাকায় পদ্মা সেতু নির্মাণ হচ্ছে। আগে আমাদের দেশের নারীরা অবহেলিত ছিল। প্রধানমন্ত্রী শেখ হাসিনা মেয়েদের উপবৃত্তি, নারীদের বিধবা ভাতা, মাতৃত্বকালীন ভাতাসহ সকল ধরনের সহযোগিতা করে আসছে। আওয়ামী লীগ সরকারের নেতৃত্বে প্রতিটি ক্ষেত্রে উন্নয়ন হয়েছে। আওয়ামী লীগ সরকার কথা দেয় না, কথা রাখে। তাই আগামীতেও আওয়ামী লীগকে ক্ষমতায় আনতে হবে।
জেলা প্রশাসক খান মো. নূরুল আমীনের সভাপতিত্বে অনুষ্ঠিত মহিলা সমাবেশে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শিবলী সাদিক, সহ-সভাপতি হাবিবুর রহমান, জেলা সিনিয়র তথ্য কর্মকর্তা কাজী গোলাম আহাদ প্রমুখ।
অনুষ্ঠানে বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ ও ডিজিটাল বাংলদেশ বিষয়ে প্রশ্নোত্তর পর্বের বিজয়ী মহিলাদের হাতে পুরস্কার তুলে দেন তথ্য প্রতিমন্ত্রী। বিভিন্ন শ্রেণি পেশার নারী-পুরুষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/২৮ আগষ্ট ২০১৮/হিমেল