ময়মনসিংহের ফুলপুর উপজেলা থেকে অজ্ঞাতপরিচয়ে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। আজ বুধবার সকাল ৮টার দিকে উপজেলার সাহাপুর পশ্চিম নাওধারা জামে মসজিদ সংলগ্ন স্থান থেকে লাশটি উদ্ধার করা হয়।
জানা যায়, ফুলপুর-শেরপুর মহাসড়ক ঘেঁষে একটি লাশ পড়ে থাকতে দেখে পথচারীরা পুলিশকে খবর দেয়। পরে এসআই সাইদুলের নেতৃত্বে ওই লাশ উদ্ধার করে থানায় নেওয়া হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মাহবুব আলম বলেন, এটা কার লাশ এখনও তা সনাক্ত করা যায়নি। লাশের কোনো দাবিদার না পাওয়া গেলে ময়না তদন্ত শেষে দাফনের জন্যে উহা ফুলপুর আঞ্জুমান কবরস্থান কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করা হবে।
বিডি প্রতিদিন/এনায়েত করিম