পাবনায় সাংবাদিক সুবর্ণা নদীকে হত্যার প্রতিবাদে ও জড়িতদের গ্রেফতারের দাবিতে লক্ষ্মীপুরে মানববন্ধন কর্মসূচি পালন করেছে জেলায় কর্মরত সাংবাদিকরা। বুধবার দুপুরে লক্ষ্মীপুর প্রেসক্লাবের উদ্যোগে ক্লাব প্রাঙ্গণে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে ক্লাবের সভাপতি কামাল উদ্দিন হাওলাদারের সভাপতিত্বে সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম পাবেলের সঞ্চালনায় বক্তব্য রাখেন, ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ইত্তেফাকের জেলা প্রতিনিধি আব্দুল মালেক, কালের কণ্ঠের জেলা প্রতিনিধি কাজল কায়েস, বাংলানিউজের স্টাফ করেসপন্টেড সাজ্জাদুর রহমান সাজ্জাদ, লক্ষ্মীপুর কন্ঠের সম্পাদক রফিকুল ইসলাম, আরটিভির জেলা প্রতিনিধি পলাশ সাহা, যমুনা টিভির আনিস কবির, সাংবাদিক আজিজুল হক, আনোয়ারের রহমান বাবুল, হাবিবুর রহমান সবুজ, জহিরুল ইসলাম শিবলু প্রমুখ।
মানববন্ধনে জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার অর্ধশতাধিক সাংবাদিক অংশ নেন।
এদিকে, সাংবাদিকদের সাথে একাত্মতা পোষণ করে মানববন্ধনে অংশ নেন জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক পিংকু, জেলা বিএমএর সভাপতি ডা. আশফাকুর রহমান মামুন, ব্র্যাক প্রতিনিধি ফারুক হোসেন।
এসময় বক্তারা বলেন, বিগত দিনে সাগর-রুনিসহ সকল সাংবাদিক হত্যার সুষ্ঠু বিচার হলে আজ আবার পাবনার সাংবাদিক সুবর্ণা নদীকে প্রাণ হারাতে হত না। অবিলম্বে নদী হত্যার খুনিদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানান বক্তারা।
বিডি প্রতিদিন/এনায়েত করিম