নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে এক জামায়াত নেতাকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে। আটককৃত জামায়াত নেতার নাম মো. সাহাবউদ্দিন। বুধবার সকাল ১১টায় পাইনাদী নতুন মহল্লা এলাকার লোকজন আটক করে তাকে পুলিশে সোপর্দ করেন।
সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) জয়নাল আবেদীন জানান, নাসিক ১নং ওয়ার্ডের পাইনাদী নতুন মহল্লা এলাকার লোকজন সাহাবুদ্দিনকে আটক করে পুলিশে খবর দিলে তাকে আটক করে থানায় নিয়ে আসা হয়। সাহাবউদ্দিনের বাবার নাম মৃত গোলাম মোস্তফা।
সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (অপারেশন) আজিজুল হক জানান, সাহাবউদ্দিন জামায়াতের একজন সক্রিয় নেতা। তার বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ ও ফতুল্লা থানায় বিশেষ ক্ষমতা আইনে দুইটিসহ একাধিক মামলা রয়েছে।
বিডি প্রতিদিন/২৯ আগস্ট ২০১৮/আরাফাত