কুষ্টিয়ার চৌড়হাস মোড়ে ৮ মাসের শিশু কণ্যা আকিফা ও তার মা রিনা-খাতুনকে ধাক্কা দেয়া গঞ্জেরাজ পরিবহনের বাসটি ফরিদপুর থেকে জব্দ করেছে পুলিশ। শুক্রবার রাত সাড়ে ১০টায় ফরিদপুরের নতুন বাসস্ট্যান্ড এলাকা থেকে বাসটি জব্দ করা হয়। তবে মামলার তিন আসামিকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।
শনিবার দুপুরে কুষ্টিয়া পুলিশ লাইনে এক প্রেস ব্রিফিংয়ে বাস জব্দের বিষয়টি সাংবাদিকদের জানান পুলিশ সুপার এসএম মেহেদী হাসান।
তিনি সাংবাদিকদের জানান, ফয়সাল গঞ্জেরাজ পরিবহনের বাসটি ফরিদপুরে নতুন বাসস্ট্যান্ড এলাকায় পড়েছিল, সেখান থেকে কুষ্টিয়া পুলিশ জব্দ করে ভোরের দিকে কুষ্টিয়া নিয়ে আসা হয়। তবে মামলার কোন আসামিকে সে সময় ওই এলাকায় পাওয়া যায়নি। মামলার আসামিদেরর গ্রেফতারের চেষ্টা চলছে। যে কোন সময় তাদের গ্রেফতার করা হবে।
এ সময় সেখানে অতিরিক্তি পুলিশ সুপার জহিরুল ইসলাম, সহকারি পুলিশ সুপার নুরানী ফেরদৌসী দিশাসহ পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/১ সেপ্টেম্বর ২০১৮/হিমেল