বাগেরহাটে বিএনপি’র ৪০তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। শনিবার সকালে শহরের সরুই দলীয় কার্যালয়ে পতাকা উত্তোলন, দলের প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিকৃর্তিতে শ্রদ্ধা নিবেদন শেষে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বাগেরহাট জেলা বিএনপির সভাপতি এম এ সালামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, জেলা বিএনপির সহ-সভাপতি শেখ ওয়াহিদুজ্জামান দিপু, এ্যাডভোকেট আব্দুল হাই, সাধারন সম্পাদক আলী রেজা বাবু, সাংগঠনিক সম্পাদক মোজাফ্ফর রহমান আলম, বাগেরহাট পৌর বিএনপি’র সভাপতি শেখ শাহেদ আলী রবি, বিএনপি নেতা এ্যাডভোকেট আব্দুল মান্নান, যুবদলের সাংগঠনিক সম্পাদক এম সাজ্জাদ হোসাইন, জেলা ছাত্রদলের সাধারন সম্পাদক আলী সাদ্দাম আহম্মেদসহ বিএনপি ও তার অঙ্গ-সহযোগী সংগঠনের দলীয় নেতৃবৃন্দ।
বিডি প্রতিদিন/১ সেপ্টেম্বর ২০১৮/হিমেল