নারায়ণগঞ্জের ফতুল্লায় মুসলিম তরুণী প্রেমিকাকে ধর্ষণ ও দুই মাসের অন্তঃসত্ত্বার অভিযোগে শিব শংকর দাস নামে এক সনাতন ধর্মের যুবকের বিরুদ্ধে মামলা হয়েছে। আজ শনিবার ফতুল্লা মডেল থানায় অন্তরা আক্তার (২২) নামে ওই তরুণী বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
পুলিশ এ মামলায় শিব শংকর দাসকে (২২) গ্রেফতার করেছে। শিব শংকর ফতুল্লার ধর্মগঞ্জ ঢালীপাড়া এলাকার ব্যাংক কর্মকর্তা গোবিন্দ চন্দ্র দাসের ছেলে।
ফতুল্লা মডেল থানার ওসি শাহ মোহাম্মদ মঞ্জুর কাদের বলেন, শিব শংকর মোবাইলে প্রেমের ফাঁদে ফেলে বিয়ে করার আশ্বাসে অন্তরা আক্তার (২২) নামে ওই তরুণীকে তার নিজ বাসায় ও বিভিন্ন স্থানে ঘুরতে গিয়ে একাধীকবার ধর্ষণ করে। পরে ওই তরুণী শিব শংকর অন্য ধর্মের জানতে পেরে তাকে মুসলিম হয়ে বিয়ে করার জন্য তাগিদ দেয়। এতে শিব শংকরও তাকে আশ্বত্ব করে ২৫ আগষ্ট ফের তরুণীর জামলা এলাকার বাসায় গিয়ে ধর্ষণ করে। সম্প্রতি ওই তরুণী দুই মাসের অন্তঃসত্বার বিষয়টি বুঝতে পেরে পারিবারিক ভাবে সমাধানের চেষ্টা করে। এতে ব্যর্থ হয়ে থানায় মামলা করেছে। পুলিশ শিব শংকরকে গ্রেফতার করে কোর্টে পাঠিয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার