কুমিল্লার বুড়িচংয়ে ড্রেজারে বালু তোলার গর্তে পড়ে ফাহমিদা আক্তার রাইসা নামের এক স্কুলছাত্রী নিহত হয়েছে। আজ শনিবার রাত ১০টার দিকে গর্ত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে।
নিহত রাইসা বুড়িচং উপজেলার খোদাইতলী গ্রামের রবিউল হোসেনের মেয়ে। সে স্থানীয় রাজাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী।
স্থানীয় সূত্র জানা যায়, শনিবার বিকালে হাঁস আনতে বাড়ির পাশের সাদেক ভান্ডারীর জমির পাড়ে যায় রাইসা। এই সময় সে পা পিছলে হুমায়ুন মেম্বারের ড্রেজার দিয়ে জমি থেকে বালু তোলা গর্তে পড়ে যায়। তাকে তুলতে গর্তে নামেন প্রতিবেশী আবদুল আজিজের মেয়ে হেলেনা আক্তার (৪০)। তিনি পানিতে ডুবে যেতে দেখে স্থানীয়রা তাকে গুরুতর অসুস্থ অবস্থায় উদ্ধার করেন। তবে রাইসাকে তখন খুঁজে পাওয়া যায়নি। পরে পুলিশ ও ফায়ার সার্ভিস এসে চেষ্টা চালিয়ে রাতে রাইসার মরদেহ উদ্ধার করে। গর্তে পড়ে স্কুলছাত্রী নিহতের ঘটনায় এলাকায় ক্ষোভ বিরাজ করছে।
বুড়িচং থানার ওসি মনোজ কুমার দে গর্ত থেকে রাইসার মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার