কুমিল্লায় আয়শা আক্তার (২৫) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। ৫ মাসের অন্তঃসত্ত্বা আয়শা আক্তার নগরীর সদর হাসপাতাল রোডে শ্বশুর বাড়িতে শনিবার রাতে মারা যান।
নিহত আয়শা আক্তারের বাবার বাড়ি কুমিল্লা মহানগরীর সদর দক্ষিণ উপজেলার কোটবাড়ির চাঙ্গিনী এলাকায়। তার স্বামীর নাম নাসিম।
কোতয়ালী থানার ইন্সপেক্টর (তদন্ত) মো. সালাহ উদ্দিন জানান, পুলিশ ঘটনাস্থলে গেছে। কীভাবে তার মৃত্যু হয়েছে তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
বিডি প্রতিদিন/এ মজুমদার