খুলনা নগরীর পশ্চিম রূপসা ট্রাফিক মোড় এলাকা থেকে অস্ত্র-গুলিসহ এক যুবককে আটক করা হয়েছে।শনিবার রাতে ১টি পিস্তল, কয়েক রাউন্ড গুলি, ১টি চাইনিজ কুড়াল ও ১টি চাপাতিসহ তাকে আটক করে খুলনা থানা পুলিশ।
খুলনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির জানান, ১টি পিস্তল, কয়েক রাউন্ড গুলি, ১টি চাইনিজ কুড়াল ও ১টি চাপাতিসহ এক যুবককে আটক করা হয়েছে। এ ব্যাপারে বিস্তারিত পরে জানানো হবে।
বিডি প্রতিদিন/এ মজুমদার