মেহেরপুরে তিন উপজেলার বিভিন্ন স্থানে বিশেষ অভিযান চালিয়ে আদালতের পরোয়ানাভুক্ত ১২ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। এছাড়া পৃথক স্থান থেকে ছয়টি হাতবোমা উদ্ধার করা হয়েছে।
শনিবার (১ সেপ্টেম্বর) দিবাগত রাত ২টার দিকে সদর উপজেলার বন্দর গ্রামে পরিত্যক্ত অবস্থায় চারটি ও ভোরে গাংনী উপজেলার তেরাইল গ্রামের ডিগ্রি কলেজের নির্মাণাধীন ভবনের সামনে থেকে দুইটি হাত বোমা উদ্ধার করা হয়।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হরেন্দ্রনাথ সরকার জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে গাংনী থানা পুলিশের একটি দল তেরাইল ডিগ্রি কলেজের নির্মাণাধীন ভবনের সামনে থেকে দু’টি হাত বোমা উদ্ধার করে।
এদিকে মেহেরপুর সদর থানার ওসি রবিউল হোসেন জানান, সদর উপজেলার বন্দর গ্রামে হাত বোমাগুলো লাল ও কালো টেপ মোড়ানো অবস্থায় পাওয়া গেছে।
অন্যদিকে সদর, গাংনী ও মুজিবনগর উপজেলার বিভিন্ন স্থানে বিশেষ অভিযান চালিয়ে জিআর, সিআর, মাদক ও নিয়মিত মামলায় আদালতের পরোয়ানাভুক্ত ১২ আসামিকে গ্রেফতার করা হয়েছে।
বিডি প্রতিদিন/২ সেপ্টেম্বর ২০১৮/হিমেল