পাবনার চাটমোহরের চলনবিলে নৌকা ডুবির ঘটনায় নিখোঁজ ৫ জনেরই লাশ উদ্ধার করেছে দমকল বাহিনীর ডুবুরী দল। এতে নৌকডুবির ঘটনায় নিখোঁজ দুই পুরুষ, দুজন নারী ও এক শিশুর মরদেহ উদ্ধার হল।
রবিবার সকালে হান্ডিয়াল এলাকার সমাজ ঘাট থেকে ঈশ্বরদী আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্তা বিল্লাল হোসেন গণি (৫২), ঈশ্বরদী আমবাগান এলাকার সাইদুর রহমান বিশ্বাসের ছেলে ও ক্রীড়া সামগ্রী ব্যবসায়ী রফিকুল ইসলাম স্বপন বিশ্বাসের (৪৫) মরদেহ উদ্ধার করা হয় বলে নিশ্চিত করেছেন জেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক কে এম সাইফুল ইসলাম।
এর আগে শনিবার দুপুর দেড়টা, সকাল ১১টা এবং শুক্রবার দিবাগত রাত রাত ১টা ১০ মিনিটে তিনটি মরদেহ উদ্ধার করেছিল ডুবুরী দল। শুক্রবার রাতে রাজশাহীর একটি ডুবুরী দল ঘটনাস্থলে পৌঁছে এবং পানিতে নেমে নিখোঁজদের সন্ধানে উদ্ধার তৎপরতা শুরু করে। চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা সরকার অসীম কুমার দূর্ঘটনায় নিখোঁজ সকলের মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন এবং নিজ নিজ স্বজনদেরকে লাশ হস্তান্তর করা হয় বলে জানান।
শনিবার ঈশ্বরদীর কলাম লেখক মোশাররফ হোসেন মুসার স্ত্রী শাহানাজ পারভীন পারুল (৪৫), ঈশ্বরদী আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্তা বিল্লাল হোসেন গণি’র স্ত্রী মমতাজ পারভীন শিউলী (৪৫) এবং একই ঘটনায় নিহত ঈশ্বরদী আমবাগান এলাকার ব্যবসায়ী স্বপন বিশ্বাসের শিশু কন্যা সাদিয়া খাতুন (১০) এর মরদেহ উদ্ধার করেন দমকল বাহিনীর কর্মীরা।
শুক্রবার পাবনার ঈশ্বরদী উপজেলার ২৪ জনের একটি দল চলনবিলে নৌকা ভ্রমণে যায়। সিরাজগঞ্জের তাড়াশ থেকে ফেরার পথে চলনবিলের চাটমোহর উপজেলার হান্ডিয়াল পাইকপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত তাফসীর