নোয়াখালীতে নানা আয়োজনের মধ্য দিয়ে ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি শুভ জন্মাষ্টমী উদযাপিত হচ্ছে। এ উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীরা দুপুরে জেলা শহরে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে।
এর আগে জেলা প্রশাসক তন্ময় দাস প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দত্তের হাট ইস্কন মন্দিরে ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী র্যালির উদ্ধোধন করেন।
বৃষ্টি উপেক্ষা করে শোভাযাত্রায় বিপুল সংখ্যক নারী পুরুষ অংশগ্রহণ করেন। দত্তের হাট ইস্কন মন্দির থেকে শুরু হয়ে শোভাযাত্রাটি মাইজদী শহরের রামঠাকুর মন্দিরে গিয়ে শেষ হয়।
বিডি প্রতিদিন/২ সেপ্টেম্বর ২০১৮/হিমেল