সারাদেশের ন্যায় টাঙ্গাইলেও হিন্দু সম্প্রদায়ের শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব পালিত হয়েছে। আজ রবিবার দুপুরে শ্রী শ্রী কালিবাড়ীর উদ্যোগে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে পুনরায় শ্রী শ্রী কালিবাড়ি প্রাঙ্গনে গিয়ে শেষ হয়।
এর আগে শোভাযাত্রাটির উদ্বোধন করেন টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক তানভীর হাসান (ছোট মনি)। এসময় আরো উপস্থিত ছিলেন টাঙ্গাইল পৌরসভার ১৪নং ওয়ার্ড কাউন্সিলর কামরুল হাসান, শ্রী শ্রী কালিবাড়ীর সভাপতি সুভাষ চন্দ্র সাহা প্রমুখ। শ্রীকৃষ্ণের জন্মষ্টমী উপলক্ষে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করে কৃষ্ণ ভক্তবৃন্দরা।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত তাফসীর