নাটোরের সিংড়া উপজেলার ইটালী ইউনিয়নের লটাবাড়িয়া গ্রামে বিদ্যুৎস্পৃষ্টে ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আতাহার আলীর (৪৫) মৃত্যু হয়েছে।
রবিবার নিজ বাড়ির পাশে এ ঘটনা ঘটে। নিহত আতাহার আলী ওই গ্রামের আলহাজ জসমত আলীর পুত্র।
ইউনিয়ন আওয়ামী লীগ সাধারন সম্পাদক দেদার হায়াত জানান, রবিবার সকালে বাড়ির পাশে জমিতে পানি দিতে যায় আতাহার আলী। মোটর নষ্ট হলে বাড়ির মেইনসুইচ অফ করে মেরামতের কাজ করছিলো। এমন সময় বাড়ির লোকজন মেইন সুইচ বন্ধ দেখে চালু করে দেয়। পরে স্থানীয়রা তাকে পড়ে থাকতে দেখে বাড়িতে খবর দেয়। হাসপাতালে নেওয়ার পর ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
বিডি-প্রতিদিন/০২ সেপ্টেম্বর, ২০১৮/মাহবুব