সনাতন হিন্দু সম্প্রদায়ের দেবতা ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে বাগেরহাটের মোরেলগঞ্জে পালিত হচ্ছে নানা কর্মসূচি। এ উপলক্ষে রবিবার বেলা সাড়ে ১২টায় আয়োজিত বর্ণাঢ্য শোভাযাত্রায় অংশগ্রহণ করেন স্থানীয় সংসদ সদস্য ডা. মোজাম্মেল হোসেন।
এ ছাড়াও আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য অ্যাড. আমিরুল আলম মিলন, হুসেইন মুহাম্মদ এরশাদের সংখ্যালঘু বিষয়ক উপদেষ্টা সোমনাথ দে, উপজেলা চেয়ারম্যান অ্যাড. শাহ্-ই-আলম বাচ্চু, সাবেক উপজেলা চেয়ারম্যান অ্যাড. প্রবীর রঞ্জন হালদার, আ. লীগ কেন্দ্রীয় উপকমিটির সহ সম্পাদক মিজানুর রহমান জনি এসব কর্মসূচিতে অংশ নেন।
শোভাযাত্রা শেষে আলোচনা সভা, প্রতিযোগিতামূলক গীতাপাঠ, ভক্তিমূলক গান ও প্রসাদ বিতরণের আয়োজন করা হয়। কেন্দ্রীয় হরিসভা মন্দির কর্তৃপক্ষ এসব কর্মসূচির আয়োজন করে। আলোচনা সভায় সভাপতিত্ব করেন রনজিত ঘরাই। অন্যান্যের মধ্যে আলোচনা করেন রতন কুমার সাহা, স্বপন সাহা, কুবের হালদার ও কাউন্সিলর তপন পোদ্দার।
বিডি-প্রতিদিন/০২ সেপ্টেম্বর, ২০১৮/মাহবুব