সারাদেশে সাংবাদিক নির্যাতন বন্ধে যুগোপযোগী আইন প্রণয়নের দাবিতে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ঝালকাঠি জেলা শাখার আয়োজনে এক ঘণ্টা কলম বিরতি কর্মসূচি পালন করা হয়েছে।
রবিবার বিএমএসএফ’র সাবেক জেলা সভাপতি আজমীর হোসেন তালুকদারের সভাপতিত্বে কোর্ট রোডস্থ জেলা কার্যালয় বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত এই কর্মসূচি পালন করা হয়।
এতে বক্তব্য রাখেন বিএমএসএফ’র কেন্দ্রীয় কমিটি’র সাংগঠনিক সম্পাদক এস এম রেজাউল করিম, কেন্দ্রীয় কমিটির কার্য নির্বাহী সদস্য ও সাবেক জেলা সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ রিয়াজুল ইসলাম বাচ্চু, বিএমএসএফ’র উপদেষ্টা বিশিষ্ট আইনজীবী আ স ম মোস্তাফিজুর রহমান মনু, প্রথম আলোর জেলা প্রতিনিধি আ স ম মাহমুদুর রহমান পারভেজ, ঝালকাঠি জেলা বিএমএসএফ নেতা এইচ এম গিয়াস উদ্দিন, মো. মিজানুর রহমান (প্রধান শিক্ষক), আ. মন্নান তাওহীদ, ইমাম হোসেন বিমান, মো. দেলোয়ার হোসেন, মো. সোহেল রানা, আবুবকর সিদ্দিক, কামরুল হাসান মুরাদ, এমরান হোসেন আদনান, সৈয়দ রুবেল, মো. আরিফ খান, তারেক উজ্জামান খোকন প্রমুখ।
বক্তারা বলেন, অবিলম্বে বিএমএসএফ’র ১৪ দফা দাবি মেনে নিয়ে সাংবাদিক নির্যাতন, মামলা-হামলা বন্ধ করতে হবে।এবং সকল সাংবাদিক হত্যার সুষ্ঠু বিচার করতে হবে।
বিডি-প্রতিদিন/০২ সেপ্টেম্বর, ২০১৮/মাহবুব