জামালপুর শহরের একটি তালাবদ্ধ বাসা থেকে এক যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ রবিবার দুপুরে শহরের সর্দারপাড়া এলাকার একটি বাসা থেকে দুর্গন্ধ বের হতে থাকলে এলাকবাসী পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে বাসার ভেতরে শরীরে বিদ্যুতের তার পেঁচানো অবস্থায় মুনছের নামে এক যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করে। বাসাটি বেশ কয়েক বছর যাবত তালাবদ্ধ ছিল।
জামালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেদুল হাসান জানিয়েছেন, মৃতদেহের গায়ে বিদ্যুতের তার জড়ানো ছিল। তাদের ধারণা চুরি করতে খালি বাসায় ঢুকে বিদ্যুতের তারে জড়িয়ে তার মৃত্যু হয়।
বিডি প্রতিদিন/এ মজুমদার